সংবাদদাতা, ঝাড়গ্রাম : রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির বক্তব্যের বিরোধিতা করে তাঁদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যা বলেছেন তার বিরুদ্ধে আদিবাসী সমাজের প্রতিবাদ করা উচিত বলে মন্তব্য করেন রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। সোমবার ঝাড়গ্রামে তাঁর নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে বক্তব্য পেশ করেছেন তাঁর সেই বক্তব্যকে তিনি সমর্থন করেন না। তিনি বলেন অতি জঘন্য মন্তব্য করেছেন, যা নিন্দনীয়। এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সমাজের আন্দোলন ও অবরোধকে তিনি সমর্থন করেন ।
আরও পড়ুন-শীতের শিহরন
সেই সঙ্গে তিনি বলেন যখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন দেবনাথ হাঁসদা ও বীরবাহা হাঁসদা শিশু, তারা আমার জুতোর নিচে থাকে তখনও তো আদিবাসী সমাজের প্রতিবাদ করা উচিত ছিল। আমরা কি আদিবাসী সমাজের কেউ না? এই ঘটনার যেমন প্রতিবাদ করছে আদিবাসী সমাজ, আমি মনে করি তারাও ওই ঘটনার নিন্দা করে প্রতিবাদ করবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আমি অখিল গিরির বক্তব্য মেনে নিতে পারি না। প্রত্যেকেরই ভাষাজ্ঞান দরকার। যাঁরা সাংবিধানিক দায়িত্বে থাকেন তাঁদের উচিত ঠিকভাবে ভাষা প্রয়োগ করা, এমন ভাষা কোথাও প্রয়োগ করবেন না যাতে মানুষের মনে কোনও আঘাত লাগে। শালিনতা রক্ষা করা উচিৎ।