মণিপুর নিয়ে দাবি: আজ থেকে আবার চাপ বাড়াবে ইন্ডিয়া

Must read

নয়াদিল্লি : আজ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশনের শেষ সপ্তাহ। অধিবেশনের শুরু থেকেই ফের মণিপুর (Parliament- Manipur Issue) ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে সংসদে চাপ বাড়াবে ইন্ডিয়া শিবির। সংসদের দুই কক্ষেই শুরু থেকে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় ছিল ‘ইন্ডিয়া’। শেষে রাজনৈতিক পদক্ষেপ করে অনাস্থা আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে (PM Narendra modi) সংসদে আসতে বাধ্য করা হচ্ছে বলে দাবি ইন্ডিয়া শিবিরের। এদিকে সোমবার রাজ্যসভায় আসতে চলেছে দিল্লি বিল। ইতিমধ্যেই লোকসভায় সংখ্যার জোরে বিলটি পাশ করেছে কেন্দ্র। (Parliament- Manipur Issue) রাজ্যসভায় ইন্ডিয়া জোটের তরফে ইতিমধ্যেই ভোটাভুটির দাবি জানানো হয়েছে। বিরোধী শিবিরের বক্তব্য, হার অথবা জিত যাই হোক না কেন, ভোটাভুটির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়তে রাজি নয় ইন্ডিয়া জোট।

আরও পড়ুন- পরপর মৃত্যু হলেও সরানো হবে না চিতাদের, কুনো নিয়ে একবগ্গা কেন্দ্র

আম আদমি পার্টির তরফে ৭ এবং ৮ অগাস্ট রাজ্যসভায় উপস্থিত থাকার জন্য তিনলাইনের হুইপ জারি করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, জয় হোক বা পরাজয়, আমরা রাজ্যসভায় আমাদের অধিকার প্রয়োগ করে ভোটাভুটির দাবি জানাব। দেশের মানুষের সামনে দলগুলির চিত্র তুলে দরা দরকার। জানাতে হবে কারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংবিধানের সঙ্গে রয়েছে এবং কারা বিজেপির সঙ্গে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, আমাদের ১৩ জন সাংসদের প্রত্যেকই রাজ্যসভায় উপস্থিত থাকবেন সোমবার। রাজ্যসভায় বিল নিয়ে প্রথম বক্তব্য রাখবেন কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি। সুপ্রিম কোর্টে দিল্লি বিল নিয়ে মামলার শুনানিতেও আইনজীবী হিসেবে সওয়াল করেছিলেন তিনি। সূত্রের খবর, দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭.৫৫টা পর্যন্ত দিল্লি বিল নিয়ে আলোচনা হবে রাজ্যসভায়। ৮টায় হবে ভোটাভুটি।

Latest article