নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গাফিলতি সংক্রান্ত মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রারকে প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত রেকর্ড সুরক্ষিত করার নির্দেশ দিয়েছে। ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কনভয় পাঞ্জাবের ভাতিন্দায় যাওয়ার পথে নিরাপত্তাজনিত গাফিলতির অভিযোগ ওঠে। যাত্রাপথে কৃষক বিক্ষোভে মিনিট কুড়ি আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। দলীয় সভা বাতিল করে তাঁকে ফিরতে হয়।
আরও পড়ুন-উদ্বেগ বাড়িয়ে সাতদিনে বিশ্বে করোনা সংক্রমণ বৃদ্ধি ৭১%
শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে সমস্ত তথ্য সংরক্ষণ করবেন এবং তাঁদের সবরকম তথ্য দিয়ে সাহায্য করবে পাঞ্জাব পুলিশ, এসপিজি এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থা। একইসঙ্গে প্রধান বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এদিন মৌখিকভাবে জানিয়ে দিয়েছে, এই ঘটনার তদন্তে পাঞ্জাব সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে পৃথক তদন্তকারী দল গঠন করেছে, সেই তদন্তকারী দলগুলি আগামী সোমবার পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন পড়লে আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গড়ে দেওয়া কমিটিতে এনআইএ-র কোনও আধিকারিককেও যুক্ত করা হতে পারে।