ঋষভের সঙ্গে কথা বলবেন কোচ দ্রাবিড়

ঋষভ পন্থের শট সিলেকশন নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। জোহানেসবার্গে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তিনি উইকেট ছুড়ে দিয়ে এসেছেন।

Must read

জোহানেসবার্গ, ৭ জানুয়ারি : ঋষভ পন্থের শট সিলেকশন নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। জোহানেসবার্গে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তিনি উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। অনেকের মতো টিম ইন্ডিয়ার অন্দরমহলেও যা নিয়ে চর্চা হচ্ছে। কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, তিনি এটা নিয়ে তরুণ উইকেটকিপারের সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর সফরের রেকর্ড জমার নির্দেশ

দ্বিতীয় ইনিংসে ঋষভ তৃতীয় বলেই উইকেট দিয়ে এসেছেন কাগিসো রাবাডাকে। অথচ তখন দরকার ছিল ঋষভের উইকেটে টিকে থাকার। ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এটা নিয়ে প্রশ্ন করলে দ্রাবিড় বলেন, তিনি সবসময় চান ঋষভ পজিটিভ ক্রিকেট খেলুক। কারণ, এটাই তাঁর খেলার ধরন। কিন্তু শট সিলেকশন নিয়ে আরও যত্নবান হতে হবে দিল্লির তরুণকে। তাই তিনি তাঁর সঙ্গে কথা বলবেন।
‘‘আমরা সবাই জানি ঋষভ এভাবেই খেলে। পজিটিভ ব্যাটিং করে। এভাবে খেলে ও কিছুটা সাফল্যও পেয়েছে। কিন্তু এমন সময়ও আসে যখন একটু সংযম দরকার হয়। আমি ওর সঙ্গে নিশ্চয়ই কথা বলব।” বলেছেন ভারতীয় দলের হেড কোচ। ১৬৪টি টেস্ট খেলা প্রাক্তন অধিনায়ক এও বলেছেন, কেউ ঋষভকে খেলার স্টাইল বদলাতে বলবে না। এটা নিয়ে খুব বেশি কথা বলার দরকারও নেই। ঠিক যেটুকু কথা বলার, তিনি বলে নেবেন। এর বেশি কিছু নয়।

আরও পড়ুন-সুপ্রিম নির্দেশে ফের মেডিক্যালে ভর্তি শুরু

এদিকে, দ্বিতীয় টেস্ট নিয়ে দ্রাবিড়ের উপলব্ধি হল, প্রথম টেস্টের মতো জোহানেসবার্গেও উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল। তবু তাঁর ব্যাটসম্যানরা মানিয়ে নিয়েছিলেন। শুধু দরকার ছিল আর একটু পার্টনারশিপ। অধিনায়ক রাহুলের মতো তিনিও মনে করেন, প্রথম ইনিংসে আরও ৬০-৭০ রান হলে তাঁদের জন্য ভাল হত। পূজারা ও রাহানের নাম না করেও তিনি বলে দেন, যাঁরা সেট হয়ে গিয়েছিলেন, তাঁরা নিজেদের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারলে ভাল হত। কিন্তু সেটা হয়নি। উল্টোদিকে ঠিক এটাই করে গিয়েছেন ডিন এলগার। প্রসঙ্গত, দ্বিতীয় ইনিংসে এলগার ৯৬ নট আউট থেকে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে টেস্ট জিতিয়েছেন। সমতাও এনেছেন সিরিজে।

Latest article