দুর্গাপুরে বর্জ্য থেকে জৈব সার

সংগৃহীত আবর্জনা সরাসরি প্রকল্পস্থলে চলে যাবে। বায়ো ডিগ্রেডেবল বা পচনশীল এবং নন-বায়ো ডিগ্রেডেবল বা অপচনশীল বর্জ্য।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : পুরভোটের দিন এখনও স্থির হয়নি। কিন্তু তার আগেই মানুষকে আরও উন্নত পুর পরিষেবা দিতে বদ্ধপরিকর দুর্গাপুর নগর নিগমের বর্তমান প্রশাসকমণ্ডলী। তাই শহরের যাবতীয় জঞ্জাল ডাম্পিং গ্রাউন্ড থেকে তুলে বিজ্ঞানসম্মত উপায়ে প্রক্রিয়াকরণ করার সিদ্ধান্ত নেওয়া হল নগর নিগমের পক্ষ থেকে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে জায়গা বাছাইয়ের কাজ শুরু, গঙ্গারতির প্রাথমিক রূপরেখা পুরসভার

এতদিন শহরের জঞ্জাল জমা হয়ে দূষণ ছড়াচ্ছিল। সমস্যা সমাধানে এগিয়ে এসেছে নগর নিগম। ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের মাধ্যমে দুর্গাপুরে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রাক্তন মেয়র ও বর্তমানে দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ডাম্পিং গ্রাউন্ড ব্যবস্থাই এবার পুরোপুরিভাবে তুলে দেওয়ার পথে এগোচ্ছে দুর্গাপুর নগর নিগম। ‘নির্মল বাংলা’ প্রকল্পকে সার্থক করে তুলতে চালু হচ্ছে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’। দুর্গাপুরের শঙ্করপুর ডাম্পিং গ্রাউন্ড এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন অনিন্দিতা। পড়ে থাকা আবর্জনা থেকে বায়ো গ্যাস বা জৈব সার তৈরি করবে একটি বেসরকারি সংস্থা।

আরও পড়ুন-অবহেলায় ডাক্তারি ছাত্রের মৃত্যু, বিক্ষোভ সহপাঠীদের

সংগৃহীত আবর্জনা সরাসরি প্রকল্পস্থলে চলে যাবে। বায়ো ডিগ্রেডেবল বা পচনশীল এবং নন-বায়ো ডিগ্রেডেবল বা অপচনশীল বর্জ্য। তবে পচনশীল নয়, এমন পদার্থের কিছু অংশ থেকে কোনও কিছুই তৈরি করা যায় না। সেক্ষেত্রে ‘সায়েন্টেফিক ল্যান্ড ফিলিং’–এর মাধ্যমে তা এক জায়গায় রাখা হবে। পচনশীল বর্জ্য দিয়ে জৈব সার তৈরি হবে। অপচনশীল বর্জ্য আলাদা করার পর তা বিভিন্ন প্লাস্টিক ও কাচ কারখানাগুলিতে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। দ্রুত এই পরিষেবা পাওয়া যাবে শুনে এলাকাবাসী খুশি।

Latest article