বাড়ির জঞ্জাল থেকে হবে জৈব সার

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, ডোমজুড় : শহরের পাশাপাশি এবার হাওড়ার পঞ্চায়েত এলাকাতেও বাড়ি বাড়ি আবর্জনা ও জঞ্জাল সংগ্রহ শুরু হল। সেই লক্ষ্যেই ডোমজুড়ের বালি-জগাছা ব্লকে আটটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটির জন্য চারটি করে ৩২টি বর্জ্য সংগ্রহকারী ই-গাড়ি প্রদান করলেন স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ। আজ, সোমবার থেকে সেই গাড়িগুলি বালি-জগাছা ব্লকের সমস্ত পঞ্চায়েত এলাকায় প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে বাঁশি বাজিয়ে জঞ্জাল সংগ্রহ করবে। মিশন নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে জেলার সব ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকাতেই এই ব্যবস্থা শিগগিরই চালু হবে। প্রতিদিন বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করে স্থানীয় চাঁদমারি এলাকায় একটি ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে গিয়ে ফেলা হবে। আর সেখানেই ওই বর্জ্য থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আগামী দিনে তৈরি হবে জৈব সার। বাড়ি বাড়ি গিয়ে ময়লা তোলার পাশাপাশি এই ই-ডাম্পারে এলাকার ড্রেন ও নিকাশি নালাগুলিও পরিষ্কার করা হবে। কল্যাণ ঘোষ জানান, ‘‘পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প নতুন। গোটা প্রক্রিয়ার মাধ্যমে এলাকায় আবর্জনামুক্ত পরিবেশ গড়ে তোলা হবে।’’ তিনি আরও বলেন, ‘‘জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই ময়লা তোলা ও সংগ্রহের কাজে ব্যাটারিচালিত ই-গাড়ি দেওয়া হয়েছে।’’ অনুষ্ঠানে বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার (সদর) সভাপতি কল্যাণকে ই-ডাম্পার গাড়ি চালাতেও দেখা যায়।

আরও পড়ুন-মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণের জের, আটকে গেল রাজ্যের ১০০ দিনের টাকা

Latest article