নয়াদিল্লি, ২৪ মে : আগামী ৭ জুন শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টেস্টের সেরা দলের মুকুটের জন্য ওভালের ২২ গজে লড়াই করবে ভারত ও অস্ট্রেলিয়া। বুধবার বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিও সাক্ষাৎকারে ওভালের ফাইনাল নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি বলেন, ‘‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অনুভূতি অসাধারণ। আমি এবং আমার সতীর্থরা এরজন্য গর্বিত। কারণ গত দুটো বছর ধরে এই জায়গায় পৌঁছনোর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সব মিলিয়ে অসাধারণ একটা যাত্রা।’’ এতদূর আসার পর তিনি যে আর পিছন ফিরে তাকাতে রাজি নন, সেটা সাফ জানিয়েছেন রোহিত (Rohit Sharma)। তাঁর বক্তব্য, ‘‘সত্যি কথা বলতে কী, আমাদের কাজটা কিন্তু শেষ হয়নি। ওভালের ২২ গজে আমি এবং আমার দল সেরাটাই উজাড় করে দেবে। নইলে গত দুটো বছরের যাবতীয় পরিশ্রমের কোনও দাম থাকবে না।’’
অধিনায়কের সঙ্গে একমত রবিচন্দ্রন অশ্বিনও। তিনি বলেন, ‘‘কঠোর পরিশ্রমের ফল হিসেবে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তবে এই যাত্রার শুরুটা হয়েছিল অনেক আগে। ২০১৪-১৫ মরশুমে। মহেন্দ্র সিং ধোনি সবে টেস্ট থেকে অবসর নিয়েছিল। সেই সময় দলের অধিকাংশ ক্রিকেটারেরই ২০-৩০টির বেশি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। সিনিয়রদের ছাড়া সামনের দিকে এগোনোর কাজটা মোটেই সহজ ছিল না। কিন্তু গোটা দল এককাট্টা হয়ে লড়াই শুরু করেছিল। নিজেদের প্রমাণ করার তাগিদও ছিল। সেই পরিশ্রমের পুরস্কার হিসেবে টানা দ্বিতীয় বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছি।’’
আরও পড়ুন- ব্যর্থ হলে প্রশংসা গালাগালিতে বদলে যাবে, সাফল্যেও মাথা ঘোরেনি রিঙ্কুর