ব্যর্থ হলে প্রশংসা গালাগালিতে বদলে যাবে, সাফল্যেও মাথা ঘোরেনি রিঙ্কুর

Must read

প্রতিবেদন : আইপিএলের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে প্রচারের আলোয় তুলে এনেছে। রিঙ্কু সিং (Rinku Singh)। কেকেআরের তরুণ তুর্কির প্রশংসায় মুখর প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকারা।
যদিও তাতে মাথা ঘুরছে না রিঙ্কুর। বরং সাফ জানাচ্ছেন, ‘‘আমি আগেও এভাবেই ব্যাট করতাম। কিন্তু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাঁচ ছক্কা আমার জীবনটাই বদলে দিয়েছে। ওই ইনিংসের পর সবাই আমাকে চিনেছে। তবে আমি কোন জায়গা থেকে উঠে এসেছি, সেটা ভুলিনি। এই প্রশংসা ক্ষণিকের। আজ যারা বাহবা দিচ্ছে, ব্যর্থ হলে তারাই কাল গালি দেবে।’’
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু (Rinku Singh) আরও বলেন, ‘‘সবাই আমার সাফল্যটাই দেখছে। এর পিছনের কঠিন লড়াইটা কেউ জানে না। খুব গরিব পরিবার থেকে উঠে এসেছি। অর্থ ছিল না বলে লেখাপড়া করতে পারিনি। আমার মা সাফাইকর্মীর কাজ করতে বলেছিলেন। ওই জায়গা থেকে বাঁচার একমাত্র হাতিয়ার ছিল ক্রিকেট। আমি কঠিন পরিশ্রম করতে রাজি ছিলাম। বিভিন্ন সময়ে অনেক মানুষের কাছ থেকে সাহায্য পেয়েছি। বিশেষ করে, কেকেআর যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তারজন্য আমি কৃতজ্ঞ।’’
রিঙ্কুর সংযোজন, ‘‘কয়েকটা দিন বিশ্রাম নিলেই ভয় হয়, এই বুঝি পিছিয়ে পড়লাম। তাই পরিশ্রম করে যাই। নিজেকে ফিট রাখার জন্য নিয়ম মেনে জিম করি, মাঠে দৌড়ই। প্রতিদিন ব্যাটিং প্র্যাকটিস করি। নিজেকে সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি রাখি।’’

আরও পড়ুন- ৬ উপাচার্যকে রাজভবনের শোকজ, পাল্টা জবাব শিক্ষামন্ত্রীর

Latest article