সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উত্তরবঙ্গে এসেছে উন্নয়নের জোয়ার। পাহাড় থেকে সমতল সেজে উঠেছে নবরূপে। স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট প্রতিশ্রুতিমতো সবই পেয়েছেন উত্তরবঙ্গবাসী। উন্নয়নের সরকারের ওপর দিন দিন তাঁদের ভরসা আরও বাড়ছে। পুরসভা এবং লোকসভা নির্বাচনের আগেই তাই উন্নয়নের রূপরেখা একপ্রস্থ তৈরি করে ফেলল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-শিয়ালহানায় আহত পাঁচ
গোটা শিলিগুড়ি জুড়ে বুথভিত্তিক সম্মেলনের পরে পুর নির্বাচনকে পাখির চোখ করে হল তৃণমূল যুব কংগ্রেসের সম্মেলন। তার পরের বছরই লোকসভা নির্বাচন। তাই দুই নির্বাচনই এখন তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য। রবিবার শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ হলে টাউন টু তৃণমূল যুব কংগ্রেসের সম্মেলন হয়।
আরও পড়ুন-দৃষ্টান্তস্থাপন মাদারিহাটের, অন্ধত্বমুক্ত টোটোপাড়া
জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কুন্তল রায় বলেন, ‘‘ডিসেম্বরে দু’দিন জেলা সম্মেলন হবে। একদিন হবে নকশালবাড়িতে। পরেরটি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানে।’’ সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, রাজ্যের সাধারণ সম্পাদক প্রতুল চক্রবর্তী, অলক চক্রবর্তী ও রঞ্জন সরকার।