সংবাদদাতা, হাওড়া : শহরের ২ লাখ শিশু ও কিশোর-কিশোরীকে হাম এবং রুবেলার টিকা দেওয়ার রূপরেখা তৈরি করল হাওড়া পুরনিগম। পুর এলাকার সমস্ত স্কুল, আইসিডিএস কেন্দ্রগুলিতে গিয়ে এই টিকাকরণ করবেন কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সেইসঙ্গে হোম এবং পথ শিশুদেরও এর আওতায় আনা হবে।
আরও পড়ুন-অভিনন্দন জানাতে ঢল, যেন জনসভা
আগামী বছর গোড়াতেই ৯ জানুয়ারি থেকে শুরু হবে এই টিকাকরণ কর্মসূচি। ৯ মাসের শিশু থেকে ১৫ বছরের পড়ুয়াদের হাম ও রুবেলার এই প্রতিষেধক টিকা দেওয়া হবে। কিভাবে এই টিকা দেওয়ার কাজ চলবে তার রূপরেখা তৈরি করতে বুধবার পুরনিগমের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রশাসকমন্ডলীর অন্যান্য সদস্য, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং ইন্ডিয়ার পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছিলেন কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও। এছাড়াও স্বাস্থ্য বিভাগ ও নারী ও সমাজকল্যাণ দফতরের আধিকারিকরাও বৈঠকে হাজির ছিলেন। জেলা স্কুল পরিদর্শকও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জায়গা করে দিলেন মুখ্যমন্ত্রী
বৈঠকে ঠিক হয় পুর এলাকার প্রায় ২ লাখ শিশু ও কিশোর-কিশোরীকে এই টিকা দেওয়া হবে। কিভাবে এই কাজ হবে তাও এদিন চূড়ান্ত হয়। পুর এলাকার ৭০০ স্কুলকে চিহ্নিত করে সেখানকার ছাত্রছাত্রীদের এই টিকা দেওয়া হবে। সেইসঙ্গে অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে গিয়েও টিকা দেওয়া হবে। পাশাপাশি হোমের কচিকাঁচাদের এবং পথশিশুদেরও এর আওতায় আনা হবে। এছাড়াও পুরনিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়েও এই টিকাকরণ করবে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘হাওড়া পুর এলাকায় প্রায় ২ লাখ টিকা দেওয়া হবে।