দুয়ারে সরকার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে চেয়ে এখনও পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষাধিক আবেদন জমা পড়েছে

Must read

প্রতিবেদন : দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ বাড়ার প্রেক্ষিতে ওই কর্মসূচি নিয়ে আলোচনা করতে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। শুক্রবার দুপুরে ভার্চুয়াল ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রত্যেক জেলার জেলাশাসক মহকুমা শাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কুড়িটি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব ও আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন-হাওড়া শহরে ২ লাখ শিশু-কিশোরকে হাম-রুবেলার টিকা দেওয়ার রূপরেখা

স্বাস্থ্য, আদিবাসী বিষয়ক, কৃষি, পঞ্চায়েত, নগর উন্নয়ন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর-সহ কয়েকটি দপ্তরের কর্তাদের নবান্নে সশরীরে সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি দুয়ারে সরকার শিবির গুলিতে ইতিমধ্যে জমা করা আবেদনগুলির নিষ্পত্তির বিষয়েও কিছু নির্দেশ দেয়া হতে পারে।প্রসঙ্গত নবান্নের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়ার হয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যেই উপভোক্তাদের দেওয়া হবে।

আরও পড়ুন-অভিনন্দন জানাতে ঢল, যেন জনসভা

শুক্রবারের উচ্চ পর্যায়ের ওই বৈঠক থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি মরসুমে ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে চেয়ে এখনও পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষাধিক আবেদন জমা পড়েছে। স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার-সহ কয়েকটি প্রকল্পের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর।

Latest article