মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ১৩০ জন ভারতীয় বংশোদ্ভূত

Must read

প্রতিবেদন : এক নতুন রেকর্ড গড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৩০ জন ভারতীয় বংশোদ্ভূতকে প্রশাসনের (130 Indian- Americans in US Administration) গুরুত্বপূর্ণ পদে বসিয়ে এই রেকর্ড গড়লেন তিনি। বাইডেনের এই সিদ্ধান্তে নিশ্চিতভাবেই ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। আমেরিকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতরগুলির প্রায় প্রতিটিতেই ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের জায়গা দিয়েছেন বাইডেন। ট্রাম্পের আমলে মার্কিন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতের সংখ্যা ছিল ৮০। বাইডেন জমানায় প্রশাসন ছাড়াও সেদেশের রাজনীতিতেও ভারতীয় বংশোদ্ভূতদের গুরুত্ব বেড়েছে। একাধিক মার্কিন সংস্থার শীর্ষপদেও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা (130 Indian- Americans in US Administration)। ভারতীয়দের যোগ্য সম্মান দিতেই ভাইস প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে বাইডেনের বক্তৃতা লিখে দেওয়ার মতো গুরুদায়িত্ব পেয়েছেন বিনয় রেড্ডি। কোভিড সংক্রান্ত উপদেষ্টা পদে রয়েছেন আশিস ঝাকে।

আরও পড়ুন: অন্যের কথাতেই লড়ছি

Latest article