প্রতিবেদন : বৃহস্পতিবার সন্ধেয় ব্যান্ডেল স্টেশনের (Bandel Station) কাছে রেলের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। ব্যাহত হয় হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। এদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে একটি লোকাল ট্রেন ব্যান্ডেল স্টেশনের (Bandel Station) তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময়ই ঘটনাটি ঘটে। একেই অফিস সেরে বাড়ি ফিরতে ভরসা লোকাল ট্রেন। তার উপর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখতে ভরসা ব্যান্ডেল বা বর্ধমান লোকালই। এরই মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় সমস্যায় পড়েন বিপুল সংখ্যক যাত্রী। নাকাল হতে হয় বহু মানুষকে।
আপ লাইনে গন্ডগোলের কারণে ব্যান্ডেলমুখী ট্রেনগুলির কোনওটি রিষড়া, কোনওটি কোন্নগর, কোনওটি শেওড়াফুলিতে দাঁড়িয়ে পড়ে। অনেকেই হাওড়া থেকে বিকল্প হিসেবে শেওড়াফুলি বা আরামবাগ লোকাল ধরে যতটা কাছাকাছি পৌঁছানো যায় সেই চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই ধীরে চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা। রেলের তরফে বলা হয় যে ৪৫ থেকে ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। কিন্তু নিত্যযাত্রীরা বলছেন এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিষেবা
আরও পড়ুন- লগ্নি মসৃণ করতে বেশ কয়েকটি দফতরকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী