ধরনা মঞ্চে উষা

Must read

নয়াদিল্লি, ৩ মে : দিন দুয়েক আগেই আন্দোলনরত কুস্তিগিরদের সমালোচনা করেছিলেন রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হওয়ার জন্য। তবে তিনিও যে বজরং পুনিয়া, বিনেশ ফোগতদের পাশে আছেন, বুধবার ধরনা মঞ্চে হাজির হয়ে বুঝিয়ে দিলেন। তিনি ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট তথা কিংবদন্তি অ্যাথলিট পিটি উষা (Wrestlers Protest- PT Usha)। এদিন যন্তর মন্তরে কুস্তিগিরদের মঞ্চে অনেকটা সময় কাটান উষা (Wrestlers Protest- PT Usha)। সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না-বললেও টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বজরং পুনিয়া বলেছেন, ‘‘আগে ওঁর মন্তব্যের পর আমাদের খারাপ লেগেছিল। কিন্তু এদিন আমাদের বললেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি আগে অ্যাথলিট, পরে প্রশাসক। ওঁকে বলেছি, আমরা ন্যায়বিচার চাই। আমরা সরকার বা অন্য কারও সঙ্গে লড়াই চাই না।’’ তারকা কুস্তিগির আরও বলেন, ‘‘উনি শুধু বলেছেন, আমাদের সঙ্গে তিনি আছেন। যদি উনি কোনও প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দেন, তা রক্ষা করবেন বলেই মনে করি। উনি বলেছেন, আমাদের সমস্যা মেটানোর চেষ্টা করবেন। কিন্তু আমরা ওঁকে একটা ব্যাপার পরিষ্কার করে দিয়েছি, ন্যায়বিচার না-পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি চলবে।’’

আরও পড়ুন- প্রধানমন্ত্রী কি শিশুদের ভয় পান? প্রশ্ন কংগ্রেসের

Latest article