আইনজীবী হিসেবে ইতিহাস গড়লেন পদ্মলক্ষ্মী। তিনি হলেন কেরলের প্রথম তৃতীয় লিঙ্গের আইনজীবী। রবিবার এক অনুষ্ঠানে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আইনি পেশার জন্য পদ্মলক্ষ্মীকে অনুমোদনপত্র দেওয়া হয়েছে। নিজের ইনস্টাগ্রামে রাজ্যের প্রথম তৃতীয় লিঙ্গের আইনজীবীর ছবি পোস্ট করেন কেরলের শিল্পমন্ত্রী। তার পর থেকেই কেরলের প্রথম তৃতীয় লিঙ্গের আইনজীবীকে শুভেচ্ছা জানানোর সুনামি আছড়ে পড়েছে।
আরও পড়ুন-লিভ-ইন নথিভুক্ত করুক কেন্দ্র, আর্জি সরাসরি খারিজ করল সুপ্রিম কোর্ট
রবিবার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আইনজীবী হিসেবে মোট ১৫০০ জন শিক্ষানবিশের হাতে সনদ তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন এনার্কুলাম সরকারি কলেজ থেকে আইনে স্নাতক হওয়া পদ্মলক্ষ্মীও। নেটিজেনদের দাবি, পদ্মলক্ষী শুধু ইতিহাসই গড়েনি। তিনি তৃতীয় লিঙ্গের অনেকের কাছেই আদর্শ হয়ে উঠেছেন। ভবিষ্যতে তৃতীয় লিঙ্গের আরও অনেকে আইনজীবী হওয়ার প্রেরণা পাবেন পদ্মলক্ষ্মীর কাছে।