প্রতিবেদন : বিমান চলাচলের ক্ষেত্রে বিমানসেবিকারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উড়ানে যাত্রীদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিষয়টি দেখভাল করেন তাঁরা। সেই বিমানসেবিকাদের জন্য এবার এক বিশেষ নির্দেশিকা জারি করল পাকিস্তান এয়ারলাইন্স।
আরও পড়ুন-কিশোরীকে গণধর্ষণের পরে ৫০ হাজারে বিক্রি
পাক এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানসেবিকারা আর বুক খোলা রাখতে পারবেন না। তাঁদের যথাযথ অন্তর্বাস পরতে হবে। অন্তর্বাস পরতে হবে হোটেলে থাকার সময়েও। কারণ, হোটেলে থাকা মানে সংশ্লিষ্ট বিমানসেবিকা অন ডিউটিতে আছেন ধরে নেওয়া হয়। যাঁরা এই নির্দেশিকা অমান্য করবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাক এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন বিমানসেবিকার পোশাক নিয়ে অনেকেই অভিযোগ করেছেন। এই ধরনের অভিযোগের কারণে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সংস্থা সম্পর্কে তৈরি হচ্ছে নেতিবাচক ধারণা। তাই পাকিস্তান এয়ারলাইন্সের প্রত্যেক মহিলা কর্মীকে বলা হচ্ছে, বিমানসেবিকাদের অন্তর্বাস পরিধান বাধ্যতামূলক। ঠিকঠাক পোশাক পরতে হবে পুরুষ কর্মীদেরও। নিয়ম ভাঙলে কড়া শাস্তি দেওয়া হবে। এমনকী শেষপর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করাও হতে পারে।