কংগ্রেস সভাপতি নির্বাচনে মুখোমুখি খাড়্গে ও থারুর

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী হিসাবে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের নাম শোনা গেলেও আপাতত তিনি দৌড়ের বাইরে।

Must read

প্রতিবেদন : কংগ্রেস সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন দলের দুই বর্ষীয়ান নেতা লোকসভার সাংসদ শশী থারুর এবং রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। ঘটনাচক্রে দুই নেতাই দক্ষিণ ভারতের দুই রাজ্যের প্রতিনিধি। আগামী ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচন হবে, যদি না এরমধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার করেন। এখনও পর্যন্ত পাল্লা ভারী অশীতিপর দলিত নেতা খাড়্গের দিকেই।

আরও পড়ুন-বিমানসেবিকাদের বক্ষযুগল ঢাকার নির্দেশিকা পাক এয়ারলাইন্সের

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী হিসাবে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের নাম শোনা গেলেও আপাতত তিনি দৌড়ের বাইরে। দিগ্বিজয় বৃহস্পতিবার মনোনয়নপত্র তুললেও শুক্রবার সকালে খাড়্গের সঙ্গে দেখা করার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেন। তাঁর সমর্থন খাড়্গের দিকে। এক ব্যক্তি এক পদ নীতি মানলে সভাপতি পদে লড়াইয়ের জন্য রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেবেন মল্লিকার্জুন খাড়্গে।

Latest article