গুজরাট উপকূলে পাক গুলিতে নিহত মৎস্যজীবী, অপহৃত  ৬

Must read

প্রতিবেদন : গুজরাট উপকূলে পাক নৌসেনার গুলিতে মৃত্যু হল এক ভারতীয় মৎস্যজীবীর। জানা গিয়েছে, রবিবার গুজরাট উপকূলে ভারতীয় মৎস্যজীবীদের উপর কোনওরকম প্ররোচনায় ছাড়াই গুলি চালায় পাক নৌসেনা। ঘটনার জেরে মৃত্যু হয় এক মৎস্যজীবীর। শুধু তাই নয়, আরও ছয়জন মৎস্যজীবীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : যোগী রাজ্যের দারিদ্র্যের চরম ছবি, প্রদীপের অবশিষ্ট তেল সংগ্রহ করছে মানুষ

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ‘জলপরী’ নামের ভারতীয় ওই বোটটিকে সমুদ্রে আটক করে পাকিস্তান। এরপরই বোটের একজনকে গুলি করে হত্যা করা হয় এবং বাকি ছয় জনকে অপহরণ করা হয়। যদিও পাকিস্তানের এহেন আচরণ এই প্রথমবার নয়, চলতি বছরের মার্চ মাসে ১১ জন মৎসজীবীকে আটক করেছিল পাকিস্তান। পাশাপাশি ৩টি ট্রলারও বাজেয়াপ্ত করা হয়। এরপর ফের গুজরাট উপকূলে ভারতীয় মৎস্যজীবীদের ওপর হামলা চালালো পাকিস্তান। পাশাপাশি অপহরণ করা হল ৬ জনকে।

Latest article