আফগানিস্তানে পাক হামলা, হত ৪৭

কূটনৈতিক মহলের দাবি, আফগানিস্তানের দখল তালিবানদের হাতে চলে যাওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সংঘাত বেড়েছে।

Must read

প্রতিবেদন : আফগানিস্তানে পাকিস্তান সেনা বড়সড় বিমান হামলা চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, পাক হানায় মারা গিয়েছেন কমপক্ষে ৪৭ জন। আলাজাজিরা জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলের খোশত ও কুনার প্রদেশের একাধিক জায়গায় আকাশপথে আক্রমণ শানিয়েছে পাকিস্তান। খোশত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্তা শাবির আহমাদ ওসমানীর বিবৃতি, পাক-আফগান সীমান্ত নির্দেশক ডুরাল্ড লাইনের কাছেই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন-দেশজোড়া সঙ্কট নতুনভাবে গঠিত শ্রীলঙ্কার মন্ত্রিসভা

নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত ২২। কুনার প্রদেশের হামলায় মারা গিয়েছেন কমপক্ষে ৬ জন। আফগানিস্তানের সবচেয়ে বড় সংবাদমাধ্যম টোলো নিউজ পাক-হামলায় নিহত শিশুদের ছবি সম্প্রচার করেছে। হামলা প্রতিবাদে হাজার হাজার আফগানি রাস্তায় নেমে পাকিস্তানের বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও এই হামলা নিয়ে মুখ খোলেনি ইসলামাবাদ। তবে পাকিস্তান সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে অশান্তি পাকানোর ছক কষেছে। কূটনৈতিক মহলের দাবি, আফগানিস্তানের দখল তালিবানদের হাতে চলে যাওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সংঘাত বেড়েছে।

Latest article