পাঞ্জাবে ফের উড়ে এল পাকিস্তানি ড্রোন। তবে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় ওই ড্রোনটিকে গুলি করে নামানো হয়। উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্রশস্ত্র। জানা গিয়েছে, পাকিস্তান থেকে ভেসে আসা ওই ড্রোন থেকে চারটি চিনা বন্দুক এবং তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। বুধবার পাঞ্জাবের গুরদাসপুরে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে বলে বিএসএফ জানিয়েছে। এদিন বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বিএসএফের টহলদারি দল গুরদাসপুরের উঁচা তাকালা গ্রামে টহল দিচ্ছিল।
আরও পড়ুন-আরভিএম পদ্ধতির বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন অভিষেক
সেই সময় জওয়ানরা একটি ড্রোন ওড়ার শব্দ পান। সঙ্গে সঙ্গে ড্রোন লক্ষ্য করে গুলি চালান জওয়ানরা। একটু পরেই শুনতে পান ভারী কিছু পড়ার শব্দ। দ্রুত সেখানে পৌঁছে তাঁরা দেখেন ড্রোনটি মাটিতে পড়ে রয়েছে। পাশেই ছিটকে পড়েছে একটি কাঠের বাক্স। বাক্সটি খুলতেই তা থেকে মেলে বন্দুক ও কার্তুজ। বিএসএফের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই কাঠের বাক্স থেকে চিনে তৈরি চারটি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৪৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এলাকায় আর কোনও ড্রোন বা জঙ্গির উপস্থিতি আছে কি না তা জানতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে বিএসএফ।
আরও পড়ুন-ত্রিপুরায় হবে ১৬ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭-এ, উত্তর-পূর্বের ৩ রাজ্যে ভোট ঘোষণা কমিশনের
পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঞ্জাবে একাধিকবার অস্ত্রশস্ত্র এবং মাদকদ্রব্য পাঠানোর ঘটনা ঘটেছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটসাঁট হওয়ায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে অস্ত্রশস্ত্র বা জঙ্গি অনুপ্রবেশ করাতে পারছে না পাকিস্তান। সে কারণেই তারা ড্রোনের সাহায্য নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তা বাহিনী পাক ড্রোন ধ্বংস করেছে। বাজেয়াপ্ত করেছে পাকিস্তান থেকে পাঠানো অস্ত্র এবং মাদক।