পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বিস্ফোরণ (Pakistan Blast)। শুক্রবার সকালে বালুচিস্তানের মাস্তং জেলার সদর শহরে এক মসজিদের কাছে বিস্ফোরণের জেরে মৃত কমপক্ষে ৫০ জন। নিহতদের মধ্যে এক ডিএসপি-সহ একাধিক বালুচিস্তান পুলিশকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, গুরুতর আহতের সংখ্যা ১৩০-এরও বেশি। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী শহিদ নবাব ঘৌস বখ্শ রাইসানি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাস্তংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানিয়েছেন, আলফালাহ রোডে মদিনা মসজিদের সামনে ঈদ-ই-মিলাদুন উৎসব উপলক্ষ্যে আয়োজিত মিছিলের জমায়েতে বিস্ফোরণের (Pakistan Blast) ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বেশ কিছু যানবাহন এবং আশাপাশের কয়েকটি দোকানেরও ক্ষতি হয়েছে।
আরও পড়ুন-কাবেরী জলবণ্টন নিয়ে বিবাদ: কর্ণাটকে বন্ধ স্কুল-কলেজ, বাতিল ৪৪টি বিমান
‘বালুচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ), ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-র মতো স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলির পাশাপাশি ওই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিদ্রোহীরাও সক্রিয়। সম্প্রতি পাক সেনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্বাধীনতাপন্থী বালুচদের সঙ্গে সমঝোতা করেছে টিটিপি। চলতি মাসের গোড়ায় মাস্তংয়েই বিস্ফোরণে নিহত হয়েছিলেন ‘ইসলামাবাদপন্থী’ জমিয়ত উলেমা-ই-ইসলাম-এর ফজল নেতা হাফিজ হামিদুল্লা। তবে বিস্ফোরণের কিছু পরেই টিটিপি ঘটনার দায় অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছে।