প্রবল বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, জারি সতর্কতা

Must read

টানা দু-চারদিন রোদ ঝলমলে আবহাওয়ার পরে ফের ভার আকাশের মুখ। আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামবে বৃষ্টি (Heavy Rainfall)। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হচ্ছে নিম্নচাপে। এর জেরেই শুক্রবার সকাল থেকে রয়েছে মেঘলা আকাশ। আজ থেকেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে  রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টি।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার তা পরিণত হবে নিম্নচাপে। অভিমুখ থাকবে উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল। উপকূলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

আরও পড়ুন- কাবেরী জলবণ্টন নিয়ে বিবাদ: কর্ণাটকে বন্ধ স্কুল-কলেজ, বাতিল ৪৪টি বিমান

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির (Heavy Rainfall) পূবাভাস রয়েছে। এছাড়া আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে শনি থেকে সোমবার পর্যন্ত ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্নাটক, গোয়া এবং মহারাষ্ট্রেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা।

Latest article