প্রতিবেদন: এবারও এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বের হতে পারল না পাকিস্তান। বরং ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়ে এফএটিএফ-এর নতুন তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের বন্ধু দেশ তুরস্কের নাম। ইসলামিক স্টেট-সহ বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠীকে আর্থিক সাহায্য করার অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে। সে-কারণেই নতুন করে তুরস্ককে এফএটিএফ-এর ধূসর তালিকায় যুক্ত করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বের করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। তাঁর সেই উদ্দেশ্য তো সফল হলই না, উল্টে পাকিস্তানের পাশাপাশি এরদোগানের নিজের দেশ তুরস্কও জুড়ে গেল ধূসর তালিকায়।
আরও পড়ুন-সনাতনি পোশাকবিধি চালু হল পুরীর মন্দিরে
ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ-এর ধূসর তালিকায় দীর্ঘদিন ধরেই রয়েছে পাকিস্তান। এফএটিএফ-এর সভাপতি মার্কাস প্লেইয়ার বলেছেন, রাষ্ট্রসংঘের নিষিদ্ধ তালিকায় থাকা আইএস ও আল কায়দা জঙ্গি গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করছে তুরস্ক। এই দুই জঙ্গি সংগঠন ছাড়াও আরও বেশ কিছু জঙ্গি সংগঠন তুরস্কের থেকে সাহায্য পাচ্ছে। তুরস্ক সরকারকে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও তারা নিজেদের শোধরায়নি। সে কারণেই তুরস্ককে ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা হল। অন্যদিকে তুরস্ক সরকার এফএটিএফ-এর এই পদক্ষেপকে সে দেশের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছে। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান বলেছেন, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত। তুরস্ক বরাবরই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ওরা আমাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিল। এটা মেনে নেওয়া যায় না। একই কথা শোনা গিয়েছে পাকিস্তানের মুখেও। পাকিস্তান বলেছে রাষ্ট্রসঙ্ঘের নির্দেশমতো তারা জঙ্গি দমনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। কিন্তু তার পরেও এফএটিএফ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এটা অনৈতিক ও দুর্ভাগ্যজনক।