নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ পেল পাকিস্তান

Must read

প্রতিবেদন: রাষ্ট্রসংঘের (UN Security Council) নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ পেল পাকিস্তান। ১৮২টি ভোট পেয়ে নিরাপত্তা পরিষদে দু’বছরের জন্য নিজেদের জায়গা পোক্ত করে নিল শাহবাজ শরিফের দেশ। ২০২৫ সাল থেকে আগামী ২ বছর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে থাকবে পাকিস্তান‌।

আরও পড়ুন-কৃষক খুন, জারি ১৪৪ ধারা! ভোটপর্ব মিটতেই ফের অশান্ত মণিপুর

সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান নিরাপত্তা পরিষদে জায়গা পাওয়ায় কিছুটা হলেও অস্বস্তি বাড়ল দিল্লির সরকারের। অন্যদিকে নিরাপত্তা পরিষদে সদস্যপদ প্রাপ্তিকে সরকারের সাফল্য হিসাবে প্রচার শুরু করল বর্তমান পাক সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেখেন, ২০২৫-২৬ সালে নিরাপত্তা পরিষদের (UN Security Council) সদস্য হওয়া অত্যন্ত গৌরবের বিষয়। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে সবসময় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য আমেরিকা, রাশিয়া, চিন, ব্রিটেন এবং ফ্রান্স। বাকি ১০টি অস্থায়ী সদস্যপদের জন্য দু’বছর অন্তর ভোটাভুটি হয়। পাঁচটি করে দেশ নির্বাচিত হয়ে আসে। এবার পাকিস্তান ছাড়াও ভোটে জয়ী হয়েছে সোমালিয়া, ডেনমার্ক, গ্রিস এবং পানামা।

Latest article