বাড়ছে প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা

কেন্দ্র ফের এক দফা প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়াল। তবে ১ জুলাই থেকে আবারও জরিমানা দিতে হবে।

Must read

প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা ফের একদফা বাড়তে পারে, এমন একটা জল্পনা ছিল। সেই জল্পনাকে সত্যি করেই মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, প্যান-আধার সংযুক্তিকরণ করা যাবে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। এর আগে কেন্দ্র জানিয়েছিল, ৩১ মার্চের মধ্যেই প্যান ও আধার সংযুক্তিকরণ করাতে হবে।

আরও পড়ুন-নৃশংসভাবে হত্যা একাধিক কুকুরকে,হাওড়ায় চাঞ্চল্য

তার আগে কেন্দ্র ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে এই কাজ করার জন্য নির্দেশ জারি করেছিল। পরে সেই সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়। সেক্ষেত্রে জরিমানার টাকা ৫০০ থেকে বাড়ি ১০০০ টাকা করা হয়েছিল। জরিমানার অঙ্ক বাড়ানোর কারণে মোদি সরকারকে বিভিন্ন মহলের কড়া সমালোচনার মুখে পড়তে হয়। সে কারণেই কেন্দ্র ফের এক দফা প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়াল। তবে ১ জুলাই থেকে আবারও জরিমানা দিতে হবে।

Latest article