বঙ্গ

১০০ দিনের কাজ বকেয়া নিয়ে নিদের্শিকা পঞ্চায়েত দফতরের, স্বচ্ছতা বজায় রাখতে জারি সতর্কতা

প্রতিবেদন : ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের প্রাপ্য থেকে বঞ্চিতদের মজুরির টাকা রাজ্য সরকার আগামী ১ মার্চ মিটিয়ে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন ২৪ লক্ষ ৫০ হাজারেরও বেশি বঞ্চিত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এজন্য রাজ্যের কোষাগার প্রায় আট হাজার কোটি টাকারও বেশি খরচ হবে।

আরও পড়ুন-তৃণমূলের আন্দোলনে চা-সুন্দরীর এনওসি দিল চা-বাগান কর্তৃপক্ষ

টাকা দেওয়ার প্রক্রিয়ায় ১০০ শতাংশ স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। এক্ষেত্রে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ যাতে না ওঠে তা দেখতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এই উদ্দেশ্যে রাজ্যের পঞ্চায়েত দফতর একটি এসওপি জারি করেছে। বলা হয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের মজুরি প্রাপকদের তালিকা প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হবে। কারা কত টাকা পাচ্ছেন ঠিকানা-সহ তা ওই তালিকায় থাকবে। এই বিষয়ে নজরদারি এবং মানুষের প্রশ্ন ও অভাব অভিযোগ মেটাতে ব্লক থেকে রাজ্যস্তর পর্যন্ত কন্ট্রোল রুম চালু করতে বলা হয়েছে। জেলায় স্বয়ং জেলাশাসক ও অন্যান্য স্তরে পদস্থ আধিকারিকরা কন্ট্রোল রুমগুলির দায়িত্বে থাকবেন। রাজ্য সরকার কীভাবে ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে তা তুলে ধরতে ব্যপক প্রচারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-কথা রাখলেন মানবিক মুখ্যমন্ত্রী, নিয়োগপত্র পেলেন রূপসানা

প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই তালিকা সম্বলিত ন্যূনতম ১০০টি হোর্ডিং লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। টাকা বিলি করার পর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের উপভোক্তাদের নিয়ে সচেতনতামূলক বৈঠক করতে বলা হয়েছে। ১ মার্চ টাকা পাওয়ার পর ২ ও ৩ মার্চ পঞ্চায়েত স্তরে এই বৈঠকগুলি হবে। যেখানে রাজ্য সরকারই যে ১০০ দিনের কাজের বকেয়া মজুরির পুরোটা মেটাচ্ছে সেকথা তুলে ধরা হবে। এছাড়া বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরও এই প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে।
এসওপি-তে বলা হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দল তৈরি করে প্রত্যেক পঞ্চায়েতের অধীনে ১০০ দিনের কাজের শ্রমিকদের বাড়িতে প্রচারের জন্য পাঠাতে হবে। এছাড়া জেলায় জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল যায়গায় ১০০ দিনের কাজে রাজ্যের অবদানের কথা তুলে ধরে হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স লাগাতে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলিতে মাইকিং ও লিফলেট বিলি করতে হবে। বর্ণময় ট্যাবলো তৈরি করেও প্রচার করা হবে। যেদিন টাকা দেওয়া হবে রাজ্য সরকারই যে তাদের বকেয়া টাকা দিচ্ছে এই মর্মে প্রত্যেক উপভোক্তাদের কাছে এসএমএস পাঠানো হবে। এছড়া সামাজিক মাধ্যমেও এর ঢালাও প্রচার করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago