প্রতিবেদন : রাজ্যের পঞ্চায়েতকর্মীরাও (Panchayat Workers) এবার সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় আসবেন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে কর্মরত সমস্ত কর্মীই রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের সুযোগ পাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে রাজ্যে কর্মরত ৩০ হাজার পঞ্চায়েতকর্মী (Panchayat Workers) এবং ২০ হাজার অবসরপ্রাপ্ত পেনশনভোগী এতে উপকৃত হবেন বলে তিনি জানান।
আরও পড়ুন: অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালদের এক্তিয়ার নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ফোন দলনেত্রীর
মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বাস্থ্যবিমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুবিধা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা। এই ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা অনেক বেশি উপকৃত হবেন। রাজ্য অর্থ দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা যদি এখন হাসপাতালে ভর্তি হন সেক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। তবে এই সকল সুবিধা তাঁরাই পাবেন যাঁদের নাম নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্পে। কী সুবিধা বৃদ্ধি করা হল?
জানানো হয়েছে, স্বাস্থ্যবিমা প্রকল্প ক্যাশলেস সুবিধার পরিমাণ ৫০ হাজার টাকা বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হল। এর ফলে হাসপাতালে ভর্তি হওয়া কোনও সরকারি কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কোনওরকম নগদ খরচ না করেই দেড় লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পাবেন।