সংবাদদাতা, শিলিগুড়ি: দীপাবলীর পরই হবে শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদের নির্বাচন। পুজোতেই নির্বাচনে জন্য জনসংযোগের কাজ সেড়ে ফেললেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এককথায় জনসংযোগে তাকলাগিয়ে দিলেন তিনি। চতুর্থ থেকে দশমী পর্যন্ত শিলিগুড়ি মহকুমার বিভন্ন মণ্ডপে হাজির ছিলেন তিনি। শুধু পুজো উদ্বোধন বা পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ নয় সামলেছেন দলের কাজ , ছিলেন জাগো বাংলার স্টলেগুলিতেও।
আরও পড়ুন-
শিলিগুড়ি শহরের ৪৭ টি ওয়ার্ডের ঘুরে দেখেন পাপিয়া। প্রত্যেক এলাকার মহিলাদের কাছে পৌঁছে ান।ব্যস্থ সময় থামিয়ে রেখে শোনেন সাধারণ মহিলাদের প্রয়োজনের কথা। মহকুমা পরিষদের নির্বাচনের জন্য একইসঙ্গে পঞ্চায়েত এলাকাগুলিতেও পৌঁছে যান দাপুটে এই নেত্রী। বাগডোগরা, নকশালবাড়ি, বিধাননগর ঘুরে দেখেন তিনি। পাপিয়া ঘোষ বলেন, ‘পুজোয় বেরিয়ে রাজনীতির কথা বলিনি তবে সামনেই দুটি নির্বাচন রয়েছে। বহু মানুষের সঙ্গে দেখা করেছি, কুশলবিনিময় করেছি, জেনেছি তাঁদের প্রয়োজনরে কথা। এলাকার মানুষের যে কয়েকটি সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছি। মানুষের আস্থা াছে তৃণমূল কংগ্রেসর প্রতি। তাঁরা উন্নয়েনর সরকারেই বেছে নেবেন।’