‘পাপ্পু’ পোস্টার-মিছিল, গঙ্গাজল দিয়ে পথের শুদ্ধীকরণ

Must read

সংবাদদাতা, হুগলি : কেন্দ্রের বিজেপি সরকার তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Pappu Poster-Rally) লাগাতার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের, বিশেষত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই পাল্টা হিসাবে অমিত শাহকে সবচেয়ে বড় পাপ্পু আখ্যা দেন। তারই জের ধরে উত্তরপাড়ায় পাপ্পু পোস্টার (Pappu Poster-Rally) নিয়ে সাতসকালে তৃণমূল কংগ্রেসের মিছিল হল। সেখানে গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ধিক্কার মিছিল কর্মসূচিও পালন করল তৃণমূল। রবিবার বিজেপির তরফে একটি কর্মসূচি হয়। সেখানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের বক্তব্য, ‘উনি আসাতে অপবিত্র হয়েছে পথ। তাই এই শুদ্ধীকরণ।’ তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতা, বিরোধী দলনেতা, সর্বভারতীয় সহ-সভাপতি, লোকাল নেতারা পর্যন্ত মিথ্যে কথা বারবার বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাঁদের মিথ্যে কথাগুলির উত্তর দেওয়ার জন্যই আমরা আগামীকাল সভা করব। পাশাপাশি উত্তরপাড়ায় আজ সকালে তৃণমূল নেতা-কর্মীদের গলায় ‘পাপ্পু’ পোস্টার নিয়ে মিছিলের ইস্যুতে তিনি বলেন, ‘অমিত শাহ ইডি-সিবিআই দিয়ে যেভাবে রাজনৈতিক নেতা ও দলগুলিকে হেনস্থা করছেন, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেশের সবচেয়ে বড় পাপ্পু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যে জায়গায় দাঁড়িয়ে উনি মিথ্যাচার করেছেন, সেই জায়গাতেই আমাদের দলের সহকর্মীরা আজকে প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই চেয়ে পোস্টার হলদিয়ায়

Latest article