ফের পদক জিতে ইতিহাস অবনির, রুপো প্রবীণের

Must read

টোকিও, ৩ সেপ্টেম্বরঃ একটা নয়, টোকিও প্যারা অলিম্পিক থেকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন অবনি লেখারা। সোনার পর ব্রোঞ্জ, একটি অলিম্পিকের আসরে কোনও ভারতীয় প্রতিযোগীর এই কৃতিত্ব নেই। শুক্রবার ৫০ মিটার থ্রি পজিশন রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ১৯ বছরের ভারতীয় শুটার। মোট ৪৪৫.৯ স্কোর করে ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে পদক নিশ্চিত করেন অবনি।

গত সপ্তাহেই প্রথম মহিলা হিসাবে প্যারা অলিম্পিকে সোনা জিতেছিলেন অবনি। সেই রেকর্ডের পর তাঁর সাফল্যের মুকুটে আরও এক পালক। একই প্যারা অলিম্পিকে জোড়া পদক। আরও একটি পদক জিতে বিরল হ্যাটট্রিকের সুযোগ রয়েছে তাঁর কাছে। ৫০ মিটার মিক্সড রাইফেল ইভেন্টে নামবেন তিনি। মাত্র ১১ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় অবনির জীবনে অন্ধকার নেমে এসেছিল। পক্ষাঘাতে আক্রান্ত হলেও রাজস্থানের ১৯ বছরের কন্যাকে শুটিং রেঞ্জে থামিয়ে রাখা যায়নি। ভারতের প্রথম মহিলা হিসাবে ইতিহাস গড়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই তরুণী।

আরও পড়ুন : ৯৫তম জন্মবার্ষিকীতেও তিনি অতিউত্তম

২০১৬ রিও’র প্যারা অলিম্পিকে প্রথম মহিলা হিসাবে পদক জিতেছিলেন দীপা মালিক। টোকিওতে এখনও পর্যন্ত দু’জন মহিলা প্রতিযোগী পদক এনেছেন, অবনি ও ভাবিনা প্যাটেল। ভাবিনা রুপো জিতেছিলেন টেবল টেনিসে। অবনির রুপো জয়ের আগেই শুক্রবার দিনের শুরুতেই রুপোর পদক জেতেন প্রবীণ কুমার। এদিন হাইজাম্পে এশিয়ান রেকর্ড গড়েছেন এই প্যারা অ্যাথালিট। মাত্র ১৮ বছর বয়সে ২.০৭ মিটার লাফিয়েছেন তিনি। এটাই ছিল প্রবীণের প্যারা অলিম্পিকে অভিষেক। তাতেই সবাইকে চমকে দিলেন। তাঁর থেকে সামান্য বেশি লাফিয়ে সোনার পদক জেতেন গ্রেট ব্রিটেনের জোনাথন এডওয়ার্ড। তিনি লাফিয়েছেন ২.১০ মিটার। ভারতীয় হাই জাম্পার টাইব্রেকারে গিয়ে হেরে যান। নিশাদ, মারিয়াপ্পান, শরদ কুমারের পর হাইজাম্পে চতুর্থ পদক এল ভারতের।

আরও পড়ুন : বাংলাই পথ দেখায়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল, এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী খুললেন হেল্প লাইন!

২০১৯ সালে প্যারা স্পোর্টসে প্রথমবার অংশ নেন প্রবীণ। তবে হাই জাম্প নয়, ভলিবল দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় আসেন তিনি। ভারতীয় প্যারা অ্যাথলিট কোচ সত্যপাল সিং হাই জাম্পে নিয়ে আসেন প্রবীণকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে তিনি। এবারের প্যারা অলিম্পিকে এক ডজন পদক জয় ভারতের। দু’টি সোনা, ছ’টি রুপো ও চারটি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। প্যারা অলিম্পিকে এটাই ভারতের সেরা সাফল্য।

Latest article