নয়াদিল্লি : ২০ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session- Parliament)। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। শনিবার জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এবারের বাদল অধিবেশনে সরকারপক্ষ এবং বিরোধীরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে ঝড় তোলার জন্য মুখিয়ে আছেন। বিরোধী শক্তি এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এগোচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে রয়েছে একগুচ্ছ টাটকা ইস্যু। দেশের সফল কুস্তিগিরদের ওপর যৌন হেনস্থা, মণিপুরে লাগাতার অশান্তি ও জাতিদাঙ্গা, অভিন্ন দেওয়ানি বিধি, কোউইন অ্যাপের তথ্য ফাঁসের মতো ঘটনা ছাড়াও রয়েছে মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের ইস্যু। ফলে সেগুলি নিয়ে সংসদে ঝড় তুলবে বিরোধীরা, বলাই বাহুল্য । বাদল অধিবেশনেই (Monsoon Session- Parliament) অভিন্ন দেওয়ানি বিধি আনার উদ্যোগ নিয়ে সোমবার আলোচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন কমিটির চেয়ারম্যান সুশীল মোদি। এছাড়া এবারের বাদল অধিবেশনে গর্ভনমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্সকে সরিয়ে আরেকটি বিলের প্রস্তাব আসতে চলেছে। এই বিলে দিল্লির প্রশাসনিক ও বিধানসভার ক্ষেত্রে পরিষেবার দিক থেকে নিয়ন্ত্রণগত প্রসঙ্গ উঠতে পারে ওই বিল ঘিরে। এখনও পর্যন্ত কংগ্রেস বাদে এই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে রয়েছে সব ক’টি বিরোধী দল। মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন জানিয়েছেন, ২০২৩ সালের বাদল অধিবেশন ২৩ দিন চলবে। তার মধ্যে সিটিং হবে ১৭ দিন।