প্রতিবেদন : অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে গোটা দেশে আগুন জ্বলছে। পরিস্থিতি ক্রমশই কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। এই অবস্থায় দলের একাংশ এই অশান্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দিকে আঙুল তুলেছেন। প্রকাশ্যে না বললেও দলীয় নেতারা ঠারেঠোরে স্বীকার করে নিয়েছেন অগ্নিপথ নিয়ে অশান্তির মূলে রয়েছেন মোদি ও রাজনাথ। কারণ তাঁদের মাথাতেই এই পরিকল্পনা তৈরি হয়েছে। কিন্তু যার মাশুল দিতে হবে গোটা দল ও সরকারকে।
আরও পড়ুন-রাম রহিমের ছাড়
ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা ও মধ্যপ্রদেশে আগুন জ্বলছে৷ বিজেপি জোট ক্ষমতায় রয়েছে বিহারে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অগ্নিপথ প্রকল্পের সরসারি সমালোচনা করেছেন৷ তিনি বলেছেন, চুক্তিভিত্তিতে সেনায় নিয়োগ এক হাস্যকর পরিকল্পনা৷ কীভাবে এতবড় একটা পরিকল্পনা করা হল তা বোঝা যাচ্ছে না৷ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা মোদির বিরুদ্ধে মুখ খুলতে না পারলেও তাঁরাও যে নীতীশের মতের শরিক তা বলার অপেক্ষা রাখে না৷ অগ্নিপথ নিয়ে পরিস্থিতি ক্রমশ বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে বলে তাঁরা স্বীকার করে নিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অগ্নিপথ নিয়ে দলের ভিতরেও মোদি ক্রমশ একঘরে হচ্ছেন। মোদি তাঁর আট বছরের শাসনে দলের অন্য নেতাদের সেভাবে কখনওই সম্মান করেননি। তাই স্বাভাবিকভাবেই দলে মোদির বিরুদ্ধে ক্ষোভ পঞ্জীভূত হচ্ছে৷