তালিবান ও পাক সেনাদের একাংশ মাদক পাচারে যুক্ত

Must read

প্রতিবেদন : পাক সেনাবাহিনীর একাংশ এবং তালিবানদের একাংশ সরাসরি মাদকপাচারের (Drug Trafficking) সঙ্গে যুক্ত। এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে ন্যাটোর রিপোর্টে। ন্যাটোর ডিফেন্স এডুকেশন এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের রিপোর্টে বিষয়টির উল্লেখ করা হয়েছে। ২০২২ সালের সেই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান এবং আফগানিস্তানে মাদক ব্যাবসা চলছে কার্যত সেনাবাহিনীর সহায়তায়। পাক সেনা, গোয়েন্দা বাহিনী ও আইএসআইয়ের একাংশ বিভিন্ন জেহাদি সংগঠনের সঙ্গে যৌথভাবে এই মাদক পাচারের কারবারে জড়িত রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর রোজগারের অন্যতম উৎস মাদক কারবার। এভাবেই সারা বিশ্বে মাদক সন্ত্রাস ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন-বিদ্যুৎহীন কিউবা

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, মাদক পাচারে (Drug Trafficking) পাকিস্তানের ভূমিকার প্রমাণ মেলে বিভিন্ন দেশে মাদক পাচারের ঘটনায় ধৃত পাক নাগরিকদের সংখ্যা থেকে। গত কয়েক বছর ধরে ভারতেও মাদক পাচার চক্র তৈরিতে পাকিস্তান সক্রিয় হয়ে উঠেছে। বিশেষত কাশ্মীর উপত্যকাকে এ কাজে ব্যবহার করা হচ্ছে। মাদক ও অবৈধ অস্ত্র পাচার চক্রে পাকিস্তান সরাসরি জড়িত বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Latest article