তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) কড়া বার্তা দিয়ে সতর্ক করল দল। সোমবার সকালে মদন মিত্রকে ফোনে দলের শৃঙ্খলারক্ষা কমিটির মনোভাব জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস মহাসচিব বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায়। মদন মিত্রকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে, যা বলার তা দলের ভিতরেই বলতে হবে। প্রকাশ্যে এভাবে সংবাদমাধ্যমে কোনো কথা বলা যাবে না। দল মদন মিত্রর এই কাজকর্ম ভালো চোখে দেখছে না। দল অস্বস্তিতে পড়ে এমন কোনো কাজ করা চলবে না।
আরও পড়ুন-বিদ্রোহীদের পোস্টারে ছয়লাপ বিজেপির সদর দফতর, মান বাঁচাতে কী করলেন নেতারা?
গত দুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে দল নিয়ে ইনিয়ে বিনিয়ে মুখ খুলছিলেন কামারহাটির বিধায়ক। দলের শীর্ষ নেতৃত্বের নজরে আসে বিষয়টি। একদিন নয় পরপর দুদিন বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের বক্তব্য ঘুরতে থাকে। এরপরেই দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে সতর্ক করার জন্য বলে শৃঙ্খলারক্ষা কমিটিকে।
আরও পড়ুন-দল বললে পুরভোটে লড়তে প্রস্তুত জাকির
নিজেদের মধ্যে আলাপ আলোচনার পর শৃঙ্খলারক্ষা কমিটির তরফে পার্থ চট্টোপাধ্যায় সোমবার সকালে সরাসরি ফোন করে সতর্ক করেন। দলের বর্তমান অবস্থানে দাঁড়িয়ে মদন মিত্রের মতো পোড় খাওয়া রাজনীতিবিদের কাছ থেকে এরকম আচরণ যে দল আশা করেনা তাও তাঁকে বুঝিয়ে দেওয়া হয়। দলের তরফে এই ইস্যুতে এখানেই ইতি টানতে চাওয়া হয়েছে।