সংক্রমণ ৩ শতাংশের নীচে, ডায়মন্ড হারবারবাসীকে অভিনন্দন জানালেন অভিষেক

Must read

ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় কোভিড সংক্রমণের হার ৩% এর নীচে আসায় উচ্ছসিত সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন ডায়মন্ড হারবারবাসীকে।৷

কোভিড নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে যে কাজ হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। ডায়মন্ড হারবার মডেলকে সাধুবাদ জানিয়েছেন শহরের যশস্বী ডাক্তাররাও। টানা গণহারে চেকিং, টেস্টিং, আইসোলেসন, ডক্টরস অন হুইল, প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েতে মেগা কন্ট্রোল রুম করে চব্বিশ ঘণ্টা নজর রাখা, খবর রাখা মানুষকে বোঝানো, ডাবল মাস্ক অভিযান এসবের মধ্যে দিয়েই ডায়মন্ড হারবার এলাকায় এখন সংক্রমণের হার ৩% এরও নীচে চলে এসেছে। এই অভূতপূর্ব সাফল্য সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ভাগ করে নিলেন তাঁর সংসদীয় এলাকার জনসাধারণের সঙ্গে। বললেন, সাধারণ মানুষ যেভাবে এই গোটা প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন তাতেই এই সাফল্য এসেছে। সকলকে ধন্যবাদ।

আরো পড়ুন: বনভোজনে বিজেপির বিদ্রোহীদের উল্লাস, স্থির হল নতুন মঞ্চের রণকৌশল

ডায়মন্ড হারবারে এখন বড় মেলা, মিছিল, মিটিং, বড় জমায়েত সব বন্ধ। সোশ্যাল মিডিয়ায় এদিন অভিষেক লিখেছেন, গঙ্গাসাগর ও কলকাতার এত কাছাকাছি থাকা সত্বেও সাধারণ মানুষের সহযোগিতার কারণেই ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট কমানো গিয়েছে। তা অত্যন্ত ভালো খবর। উচ্ছসিত অভিষেক বন্দোপাধ্যায়।

এদিকে, এদিন সন্ধেয় ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠক করে জানান, ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় সোমবার, ১৫,৫১৬ জনের করোনার আরটিপিসিআর পরীক্ষা করা হয়। এরমধ্যে পজিটিভ ৯২ জন। শতাংশের হিসেবে দশমিক ৫৬ শতাংশ। গত ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনেও করোনা পরীক্ষার করা হয়েছিল ৫২ হাজারের বেশি মানুষের। এছাড়া তিনি জানান, এখনও পর্যন্ত করোনা বিধি ভাঙার জন্য ১০,৮৫৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩, ৯৪,৩৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। দশ লক্ষের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে। বর্তমানে এই সংসদীয় এলাকায় ২২৪টি কন্ট্রোলরুম খোলা হয়েছে। আক্রান্তদের বাড়িতে জায়গা না থাকলে সেফহোম বা আইসোলেশন সেন্টারে রাখা হচ্ছে।

Latest article