প্রতিবেদন : কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও রাজ্যের প্রতি হিংসাত্মক অপপ্রচার, আগ্রাসী মনোভাব এবং বৈমাতৃকসুলভ আচার-আচরণের বিরুদ্ধে এক প্রতিবাদসভার আয়োজন করা হয়েছিল ডায়মন্ডহারবারে। এম বাজার গেটে। মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক। ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, পুরপ্রধান প্রণব দাস, যুবনেতা সৌমেন তরফদার, ব্লক সভাপতি অরুময় গায়েন, গৌতম অধিকারী প্রমুখ।
আরও পড়ুন-ছোট ছোট মিথ্যে বড়সড় ক্ষতি
পার্থ তাঁর ভাষণে বলেন, এই বাংলার মাটি সম্প্রীতির মাটি। যে মাটিতে রামকৃষ্ণ, বিবেকানন্দ সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী ছড়িয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীশিক্ষার প্রসার ঘটিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাংস্কৃতিক মেলবন্ধন ঘটিয়েছেন। সেই মাটিতে ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িকতা বরদাস্ত করা হবে না। আরএসএস, আইএসএফ হাত ধরাধরি করি অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হবে না। কলকাতা হাইকোর্টের কিছু ঘটনার উল্লেখ করে পার্থ বলেন, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের কিছু আইনজীবীর ভূমিকা প্রমাণ করে, তারা একযোগে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়। বিরোধী দলের নেতারা প্রচারের আলোয় থাকার জন্য কুকথার ফোয়ারা ছোটাচ্ছেন, যা বাংলার সংস্কৃতির সঙ্গে মোটেও খাপ খায় না।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…