বারাসতে বিজেপির প্রার্থী ঘোষণার হওয়ার পর থেকেই দলের অন্দরে ক্ষোভ বাড়তে শুরু করে। দলের নির্বাচনী কার্যালয় এবং জেলা পার্টি অফিসে বিজেপি প্রার্থী (BJP) স্বপন মজুমদারের (Swapan Majumdar))বিরুদ্ধে পোস্টার পড়ে। তাতেও কাজ না হওয়ায় দলের নেতা-নেত্রীরা এবার তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন!
আরও পড়ুন-ফের দাম বাড়ছে গুরুত্বপূর্ণ কিছু ওষুধের
শুধু তাই নয় স্বপন মজুমদারের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতেও তাঁর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন দলের নেতারা। স্থানীয় বিজেপি নেতা শ্যামল দাসের একটি ভিডিয়োও প্রকাশ্যে আসে যেখানে স্বপন মজুমদারকে ড্রাগ মাফিয়া বলা হয়। স্বপনের বিরুদ্ধে কমিশনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ তুলেছেন দলের কর্মীরাই। তাঁরা কমিশনে নালিশও জানিয়েছেন। অশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস এবং বারাসতের বিজেপি নেতা সুভাষচন্দ্র রায় বৃহস্পতিবার কমিশনকে এ বিষয়ে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। বলা হয়েছে, হলফনামায় অসমে মাদক পাচার সংক্রান্ত একটি মামলা নিয়ে ‘মিথ্যা’ তথ্য দিয়েছিলেন এই বিজেপি প্রার্থী। শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তি নিয়েও অনেক মিথ্যে তথ্য তিনি দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-কলকাতার আকাশে বিপদে এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান
প্রসঙ্গত, ২০১৭ সালে মাদক আইনে এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ট্রেন সফরের সময় তাঁর কাছে মাদক পাওয়া যায় বলে একটি মামলা হয়েছিল। এই অবস্থায় কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডলে একটি খবরের কাগজের কাটিং এবং ২০২১ সালের বিধানসভা ভোটে স্বপনের মনোনয়নপত্রের একটি অংশের ছবি পোস্ট করে লেখেন, ‘‘ইনিই কি সেই বিজেপির বারাসতের প্রার্থী? যদি তা-ই হন, তা হলে তিনি মাদককাণ্ডে ঘোষিত অপরাধী। বিজেপি এর ব্যাখ্যা দিক।’’