কলকাতার আকাশে বিপদে এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান

লেজার লাইটের কারণে আজ প্রথম নয়, এর আগেও বারবার এই ধরনের বিভ্রান্তিতে পড়তে হয়েছে পাইলটদের। মাঝ আকাশে এমন পরিস্থিতি রীতিমত আতঙ্কের।

Must read

এয়ার ইন্ডিয়ার (Air India) এআই ৭৪৬ বিমানটি আগরতলা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি বিমানবন্দরের খুব কাছে চলে এসেছিল আর সেই সময়েই হয়ে গেল বিপত্তি। লেজার লাইটে চোখ ধাঁধিয়ে যাওয়ার মত অবস্থা হয়। বিমানটিতে ছিলেন ১৪৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু। বিমানবন্দর থেকে মাত্র ১১ নটিক্যাল মাইল দূরে ছিল বিমানটি। এমন একটি সময়ে হঠাৎ করে লেজার লাইটের আলো ককপিটে পড়তেই চোখ ধাঁধিয়ে যায় পাইলট ও তাঁর সহকারীর। স্বাভাবিকভাবেই দিক নির্ণয় করতেই সমস্যা হয় পাইলটের।

আরও পড়ুন-ভয়াবহ দুর্ঘটনা জম্মু-কাশ্মীরে, খাদে গাড়ি পড়ে মৃত ১০

লেজার লাইটের কারণে আজ প্রথম নয়, এর আগেও বারবার এই ধরনের বিভ্রান্তিতে পড়তে হয়েছে পাইলটদের। মাঝ আকাশে এমন পরিস্থিতি রীতিমত আতঙ্কের। জানা গিয়েছে, পাইলটের তৎপরতায় যাত্রীদের নিয়ে সুরক্ষিতভাবেই অবতরণ করেছে বিমানটি। বৃহস্পতিবার রাত ৮টা ১১ মিনিটে বিমান অবতরণ করে। পাইলট বিমান কর্তৃপক্ষকে লেজার লাইটের সমস্যার বিষয় জানিয়েছে। নিউ টাউনের দক্ষিণ-পূর্ব দিক থেকে এই লেজার আলো দেখা গিয়েছিল এবং এই নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ ঘটনা জানিয়েছে এনএসসিবিআইএ থানায়। গত এক মাসে এই লেজার লাইটের জেরে কমপক্ষে ৫ বার পাইলটদের দিক নির্ণয়ে সমস্যায় পড়তে হয়েছে। বিমানবন্দর লাগোয়া স্থানগুলোতে লেজার আলো ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু কোনমতেই সেই সমস্যার সমাধান হচ্ছে বলেই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন-মৃত্যু যোগীরাজ্যের গ্যাংস্টারের

উল্লেখ্য, এর আগেও বিমানবন্দর কর্তৃপক্ষ এই সমস্যা নিয়ে রাজ্যের পুর দফতরের দ্বারস্থ হয়েছিল । তারপরও লেজার লাইটের ব্যবহার কোনমতেই বন্ধ হচ্ছে না। কলকাতা বিমানবন্দর লাগোয়া এলাকাগুলো থেকে সেই আলো দেখা যাচ্ছে। এই ঘটনার ফলে রাতের শহরে বিমান অবতরণের সময় বেশ সমস্যায় পড়তে হচ্ছে বিমানচালকদের।

Latest article