উন্নয়ন প্রকল্প রূপায়ণে খরচের রেকর্ড গড়ল পশ্চিম মেদিনীপুর

যদিও প্রশাসনের তৎপরতায় খরচের পরিমাণ বাড়িয়ে এই মুহূর্তে নবম স্থানে আছে এই জেলা। জেলার সামগ্রিক কাজে খুশি নবান্ন।

Must read

সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : রাজ্যের পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে রেকর্ড গড়ল পশ্চিম মেদিনীপুর জেলা। গত সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় চার কোটি টাকা খরচ করে রাজ্যে সেরার জায়গায় স্থান পেয়েছে এই জেলা। এই টাকা খরচের নিরিখে কয়েক মাস আগেও রাজ্যে ২০তম স্থানে স্থানে ছিল পশ্চিম মেদিনীপুর। যদিও প্রশাসনের তৎপরতায় খরচের পরিমাণ বাড়িয়ে এই মুহূর্তে নবম স্থানে আছে এই জেলা। জেলার সামগ্রিক কাজে খুশি নবান্ন।

আরও পড়ুন-জমি উদ্ধার করলেন বিডিও

জেলার এই সাফল্য আধিকারিকদের মধ্যে ভাগ করে নিয়েছেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। তিনি বলেন, ‘প্রশাসনের সবাই খুব ভাল কাজ করেছেন। এটা তারই ফল। খরচের দিক থেকে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। এখনও প্রচুর কাজ বাকি। কাজে গতি বজায় রাখতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।’ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের মোট ৩৬৯.২৪ কোটি টাকা পড়েছিল জেলায়। এর মধ্যে ২ জানুয়ারি পর্যন্ত মোট ২১৯ কোটি ২৮ লক্ষ টাকা অর্থাৎ মোট ৫৯.৩৯ শতাংশ টাকা খরচে হয়েছে। মোট বরাদ্দের ৬৫.৩৯ শতাংশ টাকা খরচ করে প্রথম স্থানে আছে উত্তর দিনাজপুর। এরপরেই পশ্চিম বর্ধমান। নবম স্থানে পশ্চিম মেদিনীপুর। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। যদিও সবচেয়ে বেশি পরিমাণ টাকা খরচের হিসাবে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। শেষ সপ্তাহে ২৭.৩১ কোটি অর্থাৎ দৈনিক গড়ে ৩ কোটি ৯০ লক্ষ টাকা খরচ করে রাজ্যে রেকর্ড গড়ে পশ্চিম মেদিনীপুর। প্রশাসনিক কর্তাদের নিয়ে একাধিক বৈঠকে প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ দেন জেলাশাসক। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে প্রকল্প এলাকা পরিদর্শনও করেন। অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা বলেন, জেলায় যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। আশা করছি এই সাফল্য ধরে রাখতে পারব।

Latest article