প্রতিবেদন : তড়িঘড়ি অর্ধেক পরিষেবা দিতে চালু হয় জোকা-তারাতলা মেট্রো। প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হয় ঘটা করে। কিন্তু সাত দিনের মধ্যেই এই প্রকল্প লোকসানের মুখে। যাত্রী সংখ্যা ক্রমশ কমছে। ফলে লোকসানের বহরও বাড়ছে। যেখানে নর্থ-সাউথ মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রো লাভের মুখ দেখেছে।
আরও পড়ুন-যাত্রীর গায়ে প্রস্রাব নিয়ে মুখ খুললেন টাটা সন্সের চেয়ারম্যান
প্রশ্ন উঠেছে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করার পরেও কেন এই তড়িঘড়ি উদ্বোধন করানো হয় প্রধানমন্ত্রীকে দিয়ে? এর জেরে এই প্রকল্প অলাভজনক হিসেবে পরিণত হবে। দৈনিক ১২টি মেট্রো ট্রিপের খরচ তুলতে হিমশিম অবস্থা। মোমিনপুর পর্যন্ত পরিষেবা চালু হলে কি সামাল দেওয়া যাবে পরিস্থিতি? ধোঁয়াশা মেট্রো আধিকারিকদের মনে। মেট্রোর টিকিট বিক্রির যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী, শুক্রবার সারাদিনে মাত্র ২৫৬০ জন যাত্রী যাতায়াত করেছেন। আয় হয়েছে মাত্র ৩৬,২০০ টাকা।