জেটি নিয়ে বেপাত্তা, নাজেহাল যাত্রীরা

নাকাল সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া ও অভিভাবকরা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, তামলিপাড়া ঘাটে থাকা জেটিটি হঠাৎই খুলে নেওয়ার দরুন এই বিপত্তি।

Must read

সংবাদদাতা, হুগলি : সরকারিভাবে ইজারা নেওয়া ঘাটের জেটি খুলে নিয়ে চম্পট মনোজ নামে এক ব্যক্তির। নাকাল নিত্যযাত্রীরা। স্কুলের ছাত্রছাত্রী থেকে ব্যবসায়ী সকলের জন্য ছিল এই ঘাট বহু উপযোগী। ঘাট বন্ধ হতেই সকলের মাথায় হাত, গঙ্গা পার করতে হলে যেতে হবে অনেকটাই ঘুরে, হুগলি-চুঁচুড়া পুরসভার অন্তর্গত তামলিপাড়া ঘাটে ফেরি সার্ভিস বন্ধ। নাকাল সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া ও অভিভাবকরা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, তামলিপাড়া ঘাটে থাকা জেটিটি হঠাৎই খুলে নেওয়ার দরুন এই বিপত্তি।

আরও পড়ুন-বিশ্বভারতীতে মহিলা গবেষক নিগ্রহ পদক্ষেপ মঞ্জুরি কমিশনের

প্রশ্ন থেকে যাচ্ছে, পুরসভা থেকে টাকা দিয়ে ইজারা নেওয়া ঘাটের জেটি কেউ খুলে নিয়ে যেতে পারে কি, তাহলে কি সরকারের থেকেও ক্ষমতাশালী ব্যক্তিরা এখন বসবাস করছেন এ বাংলায়। এ বিষয়ে অভিভাবকরা জানান যে এইভাবে নোটিশ ছাড়া জেটি খুলে নেওয়ায় তাঁরা ভোগান্তির শিকার হলেন। তামলিপাড়া ফেরি সার্ভিসের তরফ থেকে বিজয় কাহার জানান যে ২৪ পরগনার মনোজ দাস নামক কোনও এক ব্যক্তি জেটিটি হঠাৎই খুলে নিয়ে যায়। এর ফলে ভোগান্তিতে পড়ল নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়ারা। ওপারে জেটি না থাকায় এপারের তরফ থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হচ্ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

Latest article