বঙ্গ

উত্তরের একগুচ্ছ ট্রেন বাতিল বিজ্ঞপ্তিতে বিপাকে যাত্রীরা

সংবাদদাতা, মালদহ : তিনদিনের জন্য মালদহ থেকে উত্তরবঙ্গগামী কিছু ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেলওয়ের মালদহ ডিভিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের রঙ্গপানি, নিউ জলপাইগুড়ি, আম্বারি এবং ফালাকাটার মধ্যবর্তী এলাকায় স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ কাজের জন্য আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে।

আরও পড়ুন-অস্ত্রোপচারে নজির জেলা হাসপাতালের

বাতিল ট্রেনগুলো হল, মালদহ টাউন-জলপাইগুড়ি, কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস, দিঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছে। এগুলি হল, চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের যাত্রাপথ শিলিগুড়ি স্টেশনে শেষ করে দেওয়া হবে। ২২৬১২ নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ৬ জানুয়ারি শিলিগুড়ি স্টেশন থেকেই ছাড়বে। কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন হয়েছে। শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি রোড স্টেশন রুটে এড়িয়ে আলুয়াবাড়ি রোড-বাগডোগরা-শিলিগুড়ি রুট ধরে যাবে। দু’টি ট্রেনই শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়াবে। তবে হঠাৎ করে ট্রেনের এই বিজ্ঞপ্তি জারিতে সমস্যায় পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন-প্রয়াত ময়দানের অন্যতম সেরা ডিফেন্ডার শ্যামল ঘোষ

l১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস শামুকতলা-আলিপুরদুয়ার- শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রোড রুটে ঘুরে যাবে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ ময়নাগুড়ি এবং নিউ আলিপুরদুয়ার কোনও স্টেশনেই দাঁড়াবে না। ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস শামুকতলা-আলিপুরদুয়ার- শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রোড রুটে ঘুরে যাবে। ট্রেনটি আলিপুরদুয়ার, নিউ ম্যাল এবং শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন-সম্রাটকে শেষ বিদায়

l১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রোড রুটে ঘুরে যাবে। ট্রেনটি শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে না। কিছু ট্রেন ছাড়ার সময়সূচি পরিবর্তন :- ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ৬ জানুয়ারি বিকেল ৪টা ১০ মিনিটের পরিবর্তে রাত ১২টা ১০মিনিটে ছাড়বে। অনিচ্ছাকৃত এই অসুবিধার জন্য ওই সব ট্রেনের সকল যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ। সূচির পরিবর্তন বা যাত্রাপথের পরিবর্তন বা ট্রেন বাতিল হওয়ার খবর যাত্রীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছে রেল বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

7 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

32 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago