প্রতিবেদন : ফের যন্ত্রণার মুখে নিত্যযাত্রীরা। এবার হাওড়া ও মেমারির মধ্যে। তৃতীয় রেলের কাজের জন্য আগামী ১৩ থেকে ২৬ মে পর্যন্ত ৬৮ জোড়া লোকাল ও মেমু ট্রেন বাতিল থাকবে। এছাড়া ১২ জোড়া মেল এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত কোনওরকম ট্রেন চলবে না। প্রশ্ন উঠেছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই কাজ কেন বেশি রাতে করা হচ্ছে না।
আরও পড়ুন-দুই মহিলাকে বাঁচালেন জওয়ান
কেন পিক আওয়ারে করা হচ্ছে। এই ট্রেন বাতিলের ফলে ব্যবসায়ী থেকে শুরু করে অফিস যাত্রীদেরও চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে। যদিও হাওড়া শাখায় এবং রেলের অন্য শাখাতেও নিয়মিত ট্রেন চলাচল নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। বেসরকারীকরণ হচ্ছে। কিন্তু রেলের পরিষেবা শিঁকেয়।