ঝড়ের মৃত্যু, এবার শুধুই বৃষ্টি

রাজ্যের আকাশ থেকে ক্রমশ দূরে সরছে অশনি। তবে নিম্নচাপের বৃষ্টির পূর্বাভাসে দুর্যোগের আশঙ্কা পুরোপুরি কাটছে না।

Must read

প্রতিবেদন : রাজ্যের আকাশ থেকে ক্রমশ দূরে সরছে অশনি। তবে নিম্নচাপের বৃষ্টির পূর্বাভাসে দুর্যোগের আশঙ্কা পুরোপুরি কাটছে না। ঘূর্ণিঝড় অশনির প্রভাব রাজ্যে সেভাবে পড়বে না। একথা আগেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
পূর্বাভাস মতোই সাগরেই দুর্বল হয়ে পড়েছে অশনি। ধীরে ধীরে এগিয়ে চলেছে উপকূলের দিকে। আগামীতে তার শক্তি আরও ক্ষয় পাবে। মঙ্গলবার এর সর্বোচ্চ গতি ছিল ১১০-১২০ কিমি প্রতি ঘণ্টা। বুধবার এর গতি কমে হয়েছে ৮০-৯০ কিমি প্রতি ঘণ্টা। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ২৪ ঘণ্টা সেখানে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের।

আরও পড়ুন-বাতিল হচ্ছে ট্রেন, যন্ত্রণায় নিত্যযাত্রীরা

কোথায় অশনি?
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া উপগ্রহ চিত্র অনুযায়ী অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। মছলিপত্তনম থেকে দূরত্ব ৪০ কিলোমিটার। চলছে তুমুল বৃষ্টি।
আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে অশনি।

আরও পড়ুন-দুই মহিলাকে বাঁচালেন জওয়ান

রাজ্যে কী প্রভাব
পশ্চিমবঙ্গ উপকূলে প্রভাব পড়বে। তবে সেই প্রভাব সীমাবদ্ধ থাকবে আরও দু’দিন।
●উপকূলে বিক্ষিপ্তভাবে ভারী ও সাধারণ ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
●গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারেও।
রাজ্যে ঝোড়ো হাওয়ার সতর্কতা নেই।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Latest article