Pat Cummins:  অ্যাসেজে নেতা সম্ভবত কামিন্স

Must read

মেলবোর্ন: টিম পেইনের (Tim Paine) অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়ক হতে চলেছেন প্যাট কামিন্স (Pat Cummins)। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর এমনটাই। শুধু তাই নয়, কামিন্সের ডেপুটি হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কামিন্স নিজেও অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হওয়া ইচ্ছা প্রকাশ করেছিলেন। কামিন্স (Pat Cummins) যদি শেষ পর্যন্ত অধিনায়ক নির্বাচিত হন, তাহলে দীর্ঘ ৬৫ বছর পর কোনও অস্ট্রেলীয় ফাস্ট বোলার টেস্টে নেতৃত্ব দেওয়ার নজির গড়বেন। সেই কবে, ১৯৫৬ সালে শেষবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন রে লিন্ডওয়াল।

আরও পড়ুন: Antonio Habas: আরও উন্নতি চাইছেন হাবাস

প্রসঙ্গত, এক মহিলা সহকর্মীকে মোবাইলে আপত্তিকর এবং অশ্লীল বার্তা পাঠানোর গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসায় টেস্ট দলের নেতৃত্ব থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন পেইন। তবে অধিনায়কত্ব ছাড়লেও, দলের একজন সাধারণ ক্রিকেটার হিসেবে তিনি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তবে এই কেলেঙ্কারির পর পেইনের টেস্ট দলে থাকা নিয়েও জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে।

পেইন সরে দাঁড়ানোর পরেই প্রশ্ন উঠেছিল, তাঁর উত্তরসূরি হিসেবে কে আসন্ন অ্যাসেজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্দরমহলের খবর, টেস্টের সহ-অধিনায়ক কামিন্সই নতুন ক্যাপ্টেন হতে চলেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেওয়া হতে পারে।

এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান রিচার্ড ফ্রয়েডেনস্টাইন শনিবার স্বীকার করে নিয়েছেন, তিন বছর আগে পেইনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল, তখনই তাঁকে টেস্টের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল।

Latest article