প্রয়াত বিশিষ্ট সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় (Soumendu Roy)। তিনি বুধবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সত্যজিৎ রায়ের সিনেম্যাটোগ্রাফার সৌম্যেন্দু রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী শোকবার্তায় লিখেছেন, “বিশিষ্ট সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়ের (Soumendu Roy) প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। প্রবাদপ্রতিম চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে উনি দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি সৌমেন্দু রায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।“
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ চ্যানেলেও মুখ্যমন্ত্রী ও অভিষেক
চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে সৌমেন্দু রায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি তিন কন্যা, রবীন্দ্রনাথ ঠাকুর, পথের পাঁচালী, অশনি সংকেত, অরণ্যের দিনরাত্রি, গুপী গাইন বাঘা বাইন ইত্যাদি ছবিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সৌমেন্দু রায় চিত্রপরিচালক তপন সিংহ, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, এম এস সথ্যু প্রমুখের ছবিতেও কাজ করেছেন। করেছেন। সিনেমাটোগ্রাফির পাশাপাশি তিনি রূপকলা কেন্দ্রের উপদেষ্টাও ছিলেন। বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য রাজ্যে সরকার তাঁকে ২০১২ সালে ‘বিশেষ চলচ্চিত্র পুরস্কার’ ও ২০১৫ সালে ‘চলচ্চিত্র পুরস্কার (সারা জীবনের অবদান)’ প্রদান করে। এছাড়া তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের বহু সম্মানে ভূষিত হয়েছেন।
বিশিষ্ট সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
প্রবাদপ্রতিম চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে উনি দীর্ঘদিন কাজ করেছেন। 'তিন কন্যা', 'অশনি সংকেত', 'অরণ্যের দিনরাত্রি', 'গুপী গাইন বাঘা বাইন'-র মতো অনেক ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছিলেন সৌমেন্দু রায়। তাঁর…
— Mamata Banerjee (@MamataOfficial) September 27, 2023