টাকা দিলেই মিলবে ১৮-ঊর্ধ্বদের বুস্টার ডোজ

করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন এক্সই-এর সম্ভাব্য হুমকির মধ্যে দেশে করোনার বিরুদ্ধে ব্যাপক ভ্যাকসিনেশন অভিযান চালানো হচ্ছে।

Must read

নয়াদিল্লি : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ১০ এপ্রিল থেকে, ১৮ বছরের বেশি বয়সিদের জন্য বেসরকারি টিকা কেন্দ্রগুলিতে ভ্যাকসিনের বুস্টার ডোজ পাওয়া যাবে। বেসরকারি টিকাদান কেন্দ্রগুলিতে করোনার সতর্কতামূলক ডোজ দেওয়া হবে। তবে করোনার প্রথম দুটি ডোজের মতো এই বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়া হবে না। বেসরকারি টিকাদান কেন্দ্রগুলিতে দাম দিয়েই এই বুস্টার ডোজ নিতে হবে।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যাদের বয়স ১৮ বছরের বেশি এবং দ্বিতীয় ডোজ নেওয়া ৯ মাসের বেশি হয়ে গেছে, তারা করোনা প্রতিরোধ ডোজ নিতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ডোজ সরকারি টিকাদান কেন্দ্রের মাধ্যমে চলমান বিনামূল্যে টিকাদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের সতর্কতামূলক বুস্টার ডোজ দেওয়া অব্যাহত থাকবে এবং ত্বরান্বিত করা হবে।

আরও পড়ুন-অপরিবর্তিত রেপো রেট

করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন এক্সই-এর সম্ভাব্য হুমকির মধ্যে দেশে করোনার বিরুদ্ধে ব্যাপক ভ্যাকসিনেশন অভিযান চালানো হচ্ছে। ১৬ মার্চ থেকে ১২ থেকে ১৬ বছর বয়সি শিশুদের জন্য টিকাদান অভিযান শুরু হয়েছে। চিনের পর ভারত বিশ্বের দ্বিতীয় দেশ যেখানে করোনার বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়া হয়েছে। দেশে ব্যাপক টিকাদান কর্মসূচি চলার মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৭.৩ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১,১১০ কেস রিপোর্ট করা হয়েছে। একই সময়ে, গত ২৪ ঘণ্টায় করোনার কারণে ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকাদান কর্মসূচির অধীনে ১৬ লক্ষ ৮০ হাজার ১১৮ ডোজ দেওয়া হয়েছে।

Latest article