হিলিতে শহিদ সেনাদের সম্মান

শহিদ হন বেশ কিছু ভারতীয় জওয়ান। পরে হিলিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের স্মৃতিতে হিলিতে নির্মিত হয় ওয়ার মেমোরিয়াল বা স্মৃতিসৌধ।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম দিনাজপুর (South Dinajpur) জেলার হিলির (Hili) ভারত-পাকিস্তান সীমান্তে (India Pakistan border)পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনার লড়াই হিলিযুদ্ধ নামে খ্যাত। পাকিস্তানি সেনার বর্বরোচিত আচরণের বিরুদ্ধে পরিত্রাতা রূপে অবতীর্ণ হয়েছিল ভারতীয় সেনা।

আরও পড়ুন-দুয়ারে সরকার শিবির ফর্ম ভরে দিলেন কাউন্সিলর

শহিদ হন বেশ কিছু ভারতীয় জওয়ান। পরে হিলিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের স্মৃতিতে হিলিতে নির্মিত হয় ওয়ার মেমোরিয়াল বা স্মৃতিসৌধ। প্রতিবছর নির্দিষ্ট দিনে ভারতীয় সেনা শ্রদ্ধাজ্ঞাপন করে শহিদ জওয়ানদের প্রতি। মঙ্গলবার পুষ্পস্তবক প্রদান করে গান স্যালুট দিল ভারতীয় সেনা। ছিলেন মেজর জেনারেল অজয়ফিরোজ শাহ, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, পুরপ্রধান অশোক মিত্র।

Latest article