রিও ডি জেনেইরো: দু’দিন ধরে চলেছিল পেলেকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। সোমবার ভোরেই ফুটবল সম্রাটের মরদেহ নিয়ে আসা হয়েছিল তাঁর প্রিয় ক্লাব স্যান্টোসে। মঙ্গলবার সেখান থেকেই শুরু হয় তিনবারের
বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলীয় কিংবদন্তির (Pele’s funeral) শেষ যাত্রা। অথচ ফুটবল সম্রাটের শেষকৃত্য অনুষ্ঠানে দেখা গেল না নেইমার, রোনাল্ডো নাজারিও, রবার্তো কার্লোস, জিকো, দুঙ্গা, কাফুদের মতো বর্তমান ও প্রাক্তন তারকাদের। যা নিয়ে গোটা ব্রাজিলে নিন্দার ঝড় উঠেছে।
যেখানে স্বয়ং দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা জাতীয় নায়ককে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। দু’দিন ধরে স্যান্টোসে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে নেইমার বা বাকি ব্রাজিলীয় তারকারা কেউই সময় বের করতে পারলেন না! এই ঘটনাকে জাতীয় লজ্জা বলেই চিহ্নিত করছেন ব্রাজিলীয়রা। নামী সাংবাদিক লুইজ দাতেনা কড়া ভাষায় নেইমারের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘‘পেলের শেষকৃত্যের জন্য নেইমারকে ক্লাব ছাড়বে না, এটা অবিশ্বাস্য! বিভিন্ন পার্টিতে যাওয়ার সময় নেইমার ক্লাবের উপর জোর খাটায়। তাহলে পেলের (Pele’s funeral) মতো জাতীয় নায়ককে শেষ শ্রদ্ধা জানাতে একটা দিনের জন্য দেশে ফিরতে পারত না?’’
আরও পড়ুন-লিগে টানা চতুর্থ জয় ম্যান ইউয়ের