লিগে টানা চতুর্থ জয় ম্যান ইউয়ের

Must read

ম্যাঞ্চেস্টার: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল ছাড়লেও ছন্দে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United- Bournemouth)। মঙ্গলবার রাতে তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বোর্নমাউথকে। যা প্রিমিয়ার লিগে ম্যান ইউয়ের টানা চতুর্থ জয়। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ষষ্ঠ। এই জয়ের সুবাদে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চার নম্বরে রইল ম্যান ইউ। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে তিনে নিউক্যাসল ইউনাইটেড।

ঘরের মাঠে ২৩ মিনিটেই কাসেমিরোর করা গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ (Manchester United- Bournemouth)। এরপর ৪৯ মিনিটে ২-০ করেন লুক শ। ৮৬ মিনিটে ম্যান ইউয়ের হয়ে তৃতীয় গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা মার্কাস র্যা শফোর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে এ নিয়ে টানা ছ’ম্যাচে গোল করলেন তিনি। প্রিমিয়ার লিগে ম্যান ইউয়ের পরের ম্যাচ ১৪ জানুয়ারি। চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। যারা ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে।
বোর্নমাউথের বিরুদ্ধে জয়ের পর ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ বলেন, ‘‘আমরা একটা দল হিসেবে খেলছি। এটা ইতিবাচক দিক। তবে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’’ লিগের অন্য একটি ম্যাচে আর্সেনাল গোলশূন্য ড্র করেছে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে। তবে ড্র করলেও, ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই রয়েছে আর্সেনাল।

আরও পড়ুন-আইপিএলের শুরুতে গ্রিন শুধুই ব্যাটার

Latest article